What is Control Statements? Types of Control Statement in C Programming Bangla -11
এই টিউটোরিয়ালে আলোচনা করবো সি প্রোগ্রামিংয়ে কন্ট্রোল স্ট্যাট্মেন্ট কি এবং কত প্রকার ও কি কি ?এই টিউটোরিয়ালটি বুঝতে হলে নিম্নলিখিত সি প্রোগ্রামিং বিষয়গুলির জ্ঞান থাকা উচিত।যদি নিম্নলিখিত সি প্রোগ্রামিং এর বিষয়গুলির উপর জ্ঞান না থাকে তাহলে নিচের লিংক থেকে পড়া শুরু করে দেনঃ
এই টিউটোরিয়ালে আলোচনা করবো সি প্রোগ্রামিংয়ে কন্ট্রোল স্ট্যাট্মেন্ট কি এবং কত প্রকার ও কি কি ?এই টিউটোরিয়ালটি বুঝতে হলে নিম্নলিখিত সি প্রোগ্রামিং বিষয়গুলির জ্ঞান থাকা উচিত।যদি নিম্নলিখিত সি প্রোগ্রামিং এর বিষয়গুলির উপর জ্ঞান না থাকে তাহলে নিচের লিংক থেকে পড়া শুরু করে দেনঃ
কন্ট্রোল স্ট্যাট্মেন্ট কি? What is Control Statements in C Programming?
যে কোনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শর্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের কাজ করার দরকার হয়। উদাহরণস্বরূপ, একটি অনলাইন ওয়েবসাইট বিবেচনা করুন, আপনি যখন ভুল আইডি বা পাসওয়ার্ড দিবেন এটি ইরোর পেইজ প্রদর্শন করে এবং আপনি যখন সঠিকভাবে প্রবেশ করেন তখন এটি আপনাকে ওয়েলকাম জানায়। সুতরাং সেই জন্য একটি যুক্তি থাকতে হবে যা শর্তটি (আইডি এবং পাসওয়ার্ড) পরীক্ষা করে এবং যদি শর্তটি সত্য হয় তবে এটি একটি কাজ করবে যেমন আপনাকে ওয়েলকাম জানাবে অন্যথায় এটি একটি ভিন্ন কাজ করে যেমন আপনাকে ইরোর পেইজ দেখাবে।
কন্ট্রোল স্ট্যাট্মেন্ট কত প্রকার ও কি কি ? Types of Control Statement in C Programming
কন্ট্রোল স্ট্যাট্মেন্ট সাধারণত ৩ প্রকার।যেমনঃ
১) Decision statement
২) Looping statement
৩) Jump statement
Decision statement কি?
এটি সাধারণত কন্ডিশনাল লজিক নিয়ে কাজ করে। এটি কন্ডিশনাল ও ব্রাঞ্চিং স্ট্যাট্মেন্ট নামে ও পরিচিত। Decision statement এ আমরা শিখবো --
- Simple if statement
- if...else and if...else...if statement
- Nested if...else statement
- Switch...case
Looping statement কি?
লুপিং স্টেটমেন্ট হল পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্টগুলির একটি সেটকে সংজ্ঞায়িত করে। অর্থাৎ, একই কাজ বারবার না করে লুপিং এর মাধ্যমে রিপিটেড করা।এইজন্য একে iterative or repetitive স্টেটমেন্ট বলে। সি তে তিন ধরণের লুপিং স্টেটমেন্ট রয়েছেঃ
- for loop
- while loop
- do...while loop
Jump statement কি?
কন্ডিশনাল এবং লুপিং স্টেটমেন্টের বিপরীতে, জাম্প স্টেটমেন্টটি প্রোগ্রামের এক অংশ থেকে অন্য অংশে নিয়ন্ত্রণ স্থানান্তর করে।
সি তে তিন ধরণের জাম্প স্টেটমেন্ট রয়েছেঃ
- break
- continue
- goto
0 Response to Control Statements in C programming Bangla | Types of Control Statement in C Programming Bangla -11
Post a Comment