C Program to Add Two Float Number or Sum of Two Float Number in C - C Programming Example -04
এই টিউটোরিয়ালে আলোচনা করবো কিভাবে সি প্রোগ্রামিংয়ে ইউজার থেকে ভগ্নাংশ সংখ্যা নিয়ে দুটি ভগ্নাংশ সংখ্যার যোগফল প্রিন্ট করবো।এই প্রোগ্রামটি বুঝতে হলে তোমার নিম্নলিখিত সি প্রোগ্রামিং বিষয়গুলির জ্ঞান থাকা উচিত।যদি তোমার নিম্নলিখিত সি প্রোগ্রামিং এর বিষয়গুলির উপর জ্ঞান না থাকে তাহলে নিচের লিংক থেকে পড়া শুরু করঃ
এই টিউটোরিয়ালে আলোচনা করবো কিভাবে সি প্রোগ্রামিংয়ে ইউজার থেকে ভগ্নাংশ সংখ্যা নিয়ে দুটি ভগ্নাংশ সংখ্যার যোগফল প্রিন্ট করবো।এই প্রোগ্রামটি বুঝতে হলে তোমার নিম্নলিখিত সি প্রোগ্রামিং বিষয়গুলির জ্ঞান থাকা উচিত।যদি তোমার নিম্নলিখিত সি প্রোগ্রামিং এর বিষয়গুলির উপর জ্ঞান না থাকে তাহলে নিচের লিংক থেকে পড়া শুরু করঃ
C Program to Add Two Float Numbers:
তাহলে শুরু করা যাক।কপি করে না,প্রতিটি C Programming Problem লিখে চেষ্টা করতে হবে। এই প্রোগ্রামটি কম্পাইলারে রান করে দেখঃ
Source Code:
#include <stdio.h> int main() { float firstNumber, secondNumber, sumOfTwoNumbers; printf("Enter two float number: "); // Two float entered by user is stored using scanf() function scanf("%f %f", &firstNumber, &secondNumber); sumOfTwoNumbers = firstNumber + secondNumber; printf("%.2f + %.2f = %.2f", firstNumber, secondNumber, sumOfTwoNumbers); return 0; } |
এখানে দেখো, তোমার প্রোগ্রামটি স্ক্রিনে
Enter two float number: 12.50 11.70
Sum: 12.50 + 11.70 = 24.2 প্রিন্ট করেছে।
চল ব্যাখ্যা করি কিভাবে দুটি ভগ্নাংশ সংখ্যার যোগফল হয়েছে,প্রথমে আমারা ফ্লোট টাইপের তিনটি ভেরিয়েবল নিয়ে firstNumber এবং secondNumber এ দুটি ভগ্নাংশ সংখ্যা scanf()
ফাংশনের মাধ্যমে
ইনপুট নিয়েছি।তারপরে firstNumber and secondNumber কে "+" অপারেটর দিয়ে sumOfTwoNumbers ভেরিয়েবলে স্টোর করেছি।
সবশেষে আমরাsumofTwoNumbers কে
printf()
ফাংশনের মাধ্যমে
দুটি পূর্ণসংখ্যার যোগফল আউটপুটে দেখায়।
আরেকটি বিষয় খেয়াল করে বলো %f কেন ব্যবহার করেছি? একটি ভগ্নাংশ সংখ্যা ভেরিয়েবলের মান প্রদর্শন করতে অথবা ইনপুট নিতে %f ব্যবহার করা হয়। %f কে ফরম্যাট স্পেসিফাইয়ার বলে।
আরেকটি বিষয় খেয়াল করে বলো %.2f কেন ব্যবহার করেছি? একটি ভগ্নাংশ সংখ্যার মান দশমিকের পরে দুই ঘর প্রদর্শন করতে %.2f ব্যবহার করা হয়।যদি দশমিকের পরে তিন ঘর হতো তাহলে %.3f ব্যবহার করতাম।
0 Response to C Program to Add Two Float Number or Sum of Two Float Number in C - C Programming Example -04
Post a Comment