সি প্রোগ্রাম রান (run) করার পদ্ধতিঃ
CodeBlocks সফটওয়্যারে একটি সি প্রোগ্রাম নিম্নোক্ত পদ্ধতিতে রান করা যায় –
১। সফটওয়্যার ওপেন করে ফাইল অপশনে গিয়ে একটি নতুন ফাইল খুলুন।
২। নতুন তৈরি করা ফাইলটি আপনার কম্পিউটার হার্ডডিস্কে যেকোনো একটি
নামে সেভ করুন। খেয়াল রাখবে,ফাইলের নামের এক্সটেনশন
যেনো .c অথবা .cpp হয়।
৩। এখন এটাতে একটি প্রোগ্রাম লিখুন। ৪। IDE এর কম্পাইল অপশনে গিয়ে প্রোগ্রামটি কম্পাইল করুন। ৫। IDE এর রান অপশনে গিয়ে প্রোগ্রামটি রান করুন।
এখন নিচের কোডটি তোমার কম্পাইলারে লিখে রান করে দেখঃ
এখানে দেখো, তোমার প্রোগ্রামটি স্ক্রিনে Hello C Language প্রিন্ট করেছে।
1) #include<stdio.h> একটি প্রি-প্রসেসর কমান্ড।
এই কমান্ডটি প্রোগ্রামের stdio.h (স্ট্যান্ডার্ড ইনপুট এবং আউটপুট) ফাইলের বিষয়বস্তু অন্তর্ভুক্ত করতে কম্পাইলারকে বলে।
2) এই ফাইলগুলোকে বলে হেডার (header) ফাইল (.h হচ্ছে হেডার ফাইলের
এক্সটেনশন)।
3) stdio.h ফাইলে যথাক্রমে ইনপুট এবং ডিসপ্লে আউটপুট নিতে scanf()
ও printf() এর মতো ফাংশন রয়েছে।
4) যদি তুমি #include<stdio.h> না লিখে printf() ফাংশন ব্যবহার করে
তবে প্রোগ্রামটি চলবে না।
5) int main() ও main() ফাংশনটি হল সি ভাষায় প্রতিটি প্রোগ্রামের এন্ট্রি
পয়েন্ট অর্থাৎ প্রোগ্রামের শুরু।
6) সি ল্যাঙ্গুয়েজে প্রতিটি স্টেটমেন্টের পরেই একটি সেমিকোলন থাকে।
7) একটি স্টেটমেন্টের কাজ শেষ হলে পরের স্টেটমেন্টের কাজ শুরু হয়।
8) return 0; ও একটি স্টেটমেন্ট, তাই এটিও সেমিকোলন দিয়ে শেষ
করতে হয়েছে।
9) return 0 স্টেটমেন্ট এর মান ০ হলে প্রোগ্রামটি সঠিকভাবে রান করবে ।
10) return 0 স্টেটমেন্ট এর মান ১ হলে প্রোগ্রামটি সঠিকভাবে রান করবে
Previous Topic:না । সি ভাষার বৈশিষ্ট্য ও ফ্লো [ Features of C Language,Flow of c program ]--02 |
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to First C Program in Bangla-03
Post a Comment